কালিয়াকৈরে ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত
Spread the love

কালিয়াকৈরে ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে পিকআপের ধাক্কায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন।
নিহত টিএসআই জামাল উদ্দিন টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। নিহত জেলা ট্রাফিক পুলিশের উক্ত সাব-ইন্সপেক্টর ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে টিএসআই জামাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)-এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করছিলেন। পিছন দিক থেকে আসা আরও একটি মাছের পিকআপ থামানোর চেষ্টা করলে, পিকআপটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সজোরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দেয়।ফলে তিনি গুরুতর আহত হন। পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিকআপ এবং চালককে আটক করা হয়েছে।পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031