ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে চলছে অবৈধভাবে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন
গত দুই দিন যাবৎ চলছে অবৈধভাবে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করে দেওয়া সংশ্লিষ্ট দের বিরুদ্ধে তদন্ত। দীর্ঘদিন ধরে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে করিম টেলিকম নামে একটা দোকানে হ্যাক করে পরিষদের পাসওয়ার্ড জালিয়াতি করে সাধারণ মানুষ সহ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও পাসপোর্ট এর কাজ করে যাচ্ছে প্রচুর অর্থের বিনিময়ে। এ বিষয়ে প্রতিবেদক সত্যতা যাচাই করার জন্য নিজে একটা জাতীয় পরিচয় পত্রের বয়স বাড়িয়ে করার জন্য বললে, ২৫০০ টাকা চেয়েছিলেন করিম টেলিকম এর মালিক করিম বাওয়ালী। আত্মীর পরিচয় দিয়ে গত দুই – তিন আগে ঐ টেলিকমের মাধ্যমে একটা জন্ম নিবন্ধন করা হয়েছে রোহিঙ্গা অভিবাসীর।সেই কাগজে ৮ নং ওয়ার্ড এর মেম্বার তাপস কুমার হোড় স্বাক্ষর করেন।পরে বিষয় টা জানাজানি হলে সালথা উপজেলা নির্বাহী অফিসার সেই জন্ম নিবন্ধন কাগজটা জব্দ করে রেখেছেন বলে সূত্রে জানা গেছে।বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান শাহীন খন্দকার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।উক্ত জন্ম নিবন্ধন কাগজটি উপজেলা নির্বাচন অফিসে তদন্তে আছে বলে জানা গেছে।