পাইকগাছা পৌর সদরে বাজার মনিটরিং করেন -ইউএনও আল-আমিন
খুলনার পাইকগাছায় নিত্যপ্রয়োজনীয় পন্য’সহ কৃষি পণ্য সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে পৌর সদরের বাজার মনিটরিং করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় পাইকগাছা পৌর সদরে বাজারের সকল ব্যবসায়ীকে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে আলু,পেয়াজ ও ডিম’সহ নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয়-বিক্রয় করার প্রতি উদ্বুদ্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।
পাশাপাশি মূল্য তালিকা না থাকায় বাজারের এক চাউল ব্যবসায়ী ও দুই মুদি ব্যবসায়ীকে পাঁচ হাজার সাত শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত তুষার কান্তি দাস,প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, পেশকার ইব্রাহিম হোসেন, অফিস সহকারী সুমন ঘোষ, নাদিম’সহ আনসার সদস্যবৃন্দ।
উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলনে, সরকারি নির্ধারিত মূল্য পন্য বিক্রয়ের প্রতি জোর তাগিদ ও প্রতিটা দোকানে মূল্য তালিকা বাধ্যতামুলক টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।