আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের দায়িত্বভার গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের অফিস কক্ষে নব-নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নবনির্বাচিত সভাপতি সদস্য ও বিদ্যালয়েরর সকল শিক্ষক কর্মচারীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ শিক্ষক সদস্য মোঃ শরিফুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান জিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছাঃ বিজলী খাতুন, অভিভাবক সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুর রশিদ, মোঃ মাসুদ আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ রহিমা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ ইউসুফ আলী প্রমুখ।
সহকারী শিক্ষক জিয়াউর রহমানের জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক -শিক্ষিকাসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও আমন্ত্রিত সকলের মাঝে মিষ্টি বিতরন করেন সভাপতি, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম ।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভোট যুদ্ধের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন ভোদুয়া গ্রামের কৃতি সন্তান তরুণ সমাজসেবক সাংবাদিক ও ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম