পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
প্রতিনিধি সোহেল:
পটুয়াখালীতে শুরু হয়েছে জেলা পর্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০২৩।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ডিসি স্কয়ারে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান, এডিপিও এ আর এম মিজানুর রহমান, এডিপিও মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমানসহ ৮ উপজেলার শিক্ষা অফিসারগন।
উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলা ২-০ গোলে দশমিনা উপজেলাকে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলা দল ৩-১ গোলে দশমিনা উপজেলা দলকে হারিয়েছে। একইদিন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কলাপাড়া উপজেলা দল ৩-০ গোলে বাউফল উপজেলা দলকে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৩-০ গোলে কলাপাড়া উপজেলা দলকে হারিয়েছে। এ রিপোর্ট পর্যন্ত অন্যান্য উপজেলা দলের খেলা চলছে। উক্ত টুর্ণামেন্টে ৮ টি উপজেলার ১৬ টি দল অংশগ্রহন করবে। এ প্রতিযোগীতার চূড়ান্ত খেলা ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি কাজী কানিজ সুলতানা বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই ছাত্র ছাত্রী সহ যুবসমাজ কে মাঠে টেনে আনতে হবে।