পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
Spread the love

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

 

প্রতিনিধি সোহেল:

পটুয়াখালীতে শুরু হয়েছে জেলা পর্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট -২০২৩।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ডিসি স্কয়ারে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান, এডিপিও এ আর এম মিজানুর রহমান, এডিপিও মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমানসহ ৮ উপজেলার শিক্ষা অফিসারগন।

উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলা ২-০ গোলে দশমিনা উপজেলাকে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সদর উপজেলা দল ৩-১ গোলে দশমিনা উপজেলা দলকে হারিয়েছে। একইদিন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কলাপাড়া উপজেলা দল ৩-০ গোলে বাউফল উপজেলা দলকে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৩-০ গোলে কলাপাড়া উপজেলা দলকে হারিয়েছে। এ রিপোর্ট পর্যন্ত অন্যান্য উপজেলা দলের খেলা চলছে। উক্ত টুর্ণামেন্টে ৮ টি উপজেলার ১৬ টি দল অংশগ্রহন করবে। এ প্রতিযোগীতার চূড়ান্ত খেলা ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি কাজী কানিজ সুলতানা বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই ছাত্র ছাত্রী সহ যুবসমাজ কে মাঠে টেনে আনতে হবে।

সর্বশেষ খবর

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031