চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের মারামারি, ১০ নেতা-কর্মী আহত
রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা চলার সময় দলীয় কার্যালয়ের বাইরে বিএনপির দুই পক্ষের মারামারি হয়েছে আজ বেলা সাড়ে তিনটায়।চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনেরোডমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা চলার সময় দলীয় কার্যালয়ের বাইরে বিএনপির দুই পক্ষের মারামারি। আজ বেলা পৌনে চারটায় বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এই মারামারির ঘটনা ঘটে।
রোডমার্চ কর্মসূচি সফল করতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা চলছিল দলীয় কার্যালয় নাসিমন ভবনের তৃতীয় তলায়। জ্যেষ্ঠ নেতারা যখন বৈঠকে ব্যস্ত, তখন কার্যালয়ের সামনের সড়কে মারামারিতে জড়ান দলের দুটি পক্ষের নেতা-কর্মীরা। এ সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশ মারামারি থামাতে এগিয়ে আসেনি,এবং কাউকে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তারও করেনি।পুলিশ একেবারে নিরব দর্শকের ভূমিকায় সারিববন্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস সচিব মোস্তাক আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় সুষ্ঠুভাবে প্রস্তুতি সভা শেষ হয়।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ৩ অক্টোবর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। সভায় এ কর্মসূচির প্রস্তুতি নিয়ে দলের নেতারা আলোচনা করেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহ