আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে খোকসা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভিক্টর বিশ্বাস চিতা
আজ ২০/০৯/২০২৩ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া খোকসা জানিপুর ইউনিয়ন কর্তৃক আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোকসা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,
জানেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এ সময় আরো উপস্থিত ছিলেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,
সার্বিক পরিচালনায় ছিলেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মুজিবুর রহমান,মজিদ,
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ৯৯.৮পার্সেন্ট বিদ্যুৎ সরকার দিয়েছেন বিএনপির আমলে বিদ্যুৎ উৎপন্ন হতো ৩০০০ মেগাওয়াট আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপন্ন করছে ২৪০০০ মেগাওয়াট.আরো বলেন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি কুমারখালী গোলাম কিবরিয়া সেতু ও খোকসা ওসমানপুর সেতু ইতিমধ্য চলমান কিছু দিনের মধ্যে খোকসা ওসমানপুর সেতুর কাজ শুরু হবে। প্রধান বক্তা বাবলু আক্তার বলেন বিগত চার বছরের মধ্যে দুই বছর করোনাতে গিয়েছে আর দুই বছরে যে কাজ করেছি
জানিপুর ইউনিয়নের মধ্য কাঁচা কোন সড়ক নেই ও জানেপুর ইউনিয়ন পরিষদেরও নিজস্ব কোন স্থান নেই তাই কিছুদিন আগে জমি ক্রয় করা হয়েছে জমির উপর ইউনিয়ন পরিষদের কাজ দ্রুত শুরু হবে ।