নওগাঁ মান্দায় মাদক সহ তৈরীর সরঞ্জাম সহ আটক ১
মোঃ সুমন হোসেন
মান্দা উপজেলা প্রতিনিধি
নওগাঁ মান্দায় আজ সকাল ১১টায় নুরুল্যাবাদ ঋষি পাড়া মাদক তৈরী এবং বিক্রির দায়ে নিপেনের স্ত্রী গায়ত্রী কে বিনাশ্রমে ২০০০টাকা জরিমানা ও ৬ মাসের জেল এবং জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করেন।
মান্দা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট)
লাইলা আঞ্জুমান বানু ভ্রাম্যমান পরিচালিত করেন।
গায়ত্রী কে ৫ লিটার দেশী মদ ও মাদকদ্রব্য তৈরির সরঞ্জাম সহ নিজ বাড়িতে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর।
মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করে জানান, তারা আমাদের কাছে হস্তান্তর না করে নিজ দ্বায়িত্বে জেল হাজতে প্রেরন করেন।
ভিউ: ৯৮