দেবীগঞ্জে অবৈধ ভাবে ফেডারশনের অবৈধ ভাবে গাছ কর্তনের অভিযোগ উঠেছে
মোঃ হেকমত আলী মন্ডল পঞ্চগড় জেলা দেবিগঞ্জ উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের শেখবাধা ফুলবাড়ী R.D.R.S.. সমাজ কল্যাণ ফেডারেশনের প্রায় ৭-৮ কিলোমিটারের কাঁচা রাস্তা ও পাকা রাস্তার অবৈধ ভাবে গাছ কর্তনের অভিযোগ উঠেছে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে এলাকায়।
গাছ গুলো অবৈধভাবে কর্তন করেছেন আহ্বায়ক কমিটির ৪ সদস্য। ১। ভোলা নাথ চন্দ্র রায়,, ২। জয়দেব চন্দ্র রায়,, ৩। আনোয়ার হোসেন,, ও ৪। আব্দুর রসিদ ।। উভয়ের সাং শেখ বাঁধা ফুলবাড়ী
এরা ৪ জনের মধ্যে ৩ জন্য ছিলেন সাবেক সমাজ কল্যাণ ফেডারেশন চেয়ারম্যান।
এলাকাবাসী বলেছেন প্রায় ২০ লক্ষ টাকার গাছ তারা অবৈধভাবে বিক্রি করেছেন।
এবিষয়ে এলাকাবাসী একটি আহ্বায়ক কমিটি সদস্য গঠন করে আব্দুল কাদের গং পঞ্চগড় জেলা আদালতে একটি মামলা দায়ের করেন।
এ বিষয় নিয়ে ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি গাছ কর্তনের বিষয়ে কিছু জানেন না।