শেষ পর্যন্ত ভেঙ্গেই গেলো বহুল আলোচিত ও সমালোচিত তারকা দম্পতি পরিমনি ও শরিফুল রাজের সংসার।
পরিমনি গত ১৮ সেপ্টেম্বর শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন পরিমনির একটি ঘনিষ্ঠ সূত্র।
২০২১ সালে গুনিন সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন পরিমনি ও শরিফুল রাজ। দির্ঘদিন গোপন থাকার পর ২০২২ সালের প্রথম দিকে প্রকাশ্যে আসে সেই সম্পর্কের কথা। তার কিছুদিন পরে জানুয়ারির ২২ তারিখে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকা দেনমহরে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় তাদের।বছর শেষ হতে না হতেই তাদের ঘর জুড়ে আলোকিত করে আসে এক ছেলে সন্তান। এরপরই সংসারে শুরু হয় টানা পড়েন। এর মধ্যে রাজের ফেইসবুকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুসি ও সুনেহা বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সাথে পরিমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে, এরপর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় বেশ কয়েকবার। চলতি বছরের শুরুতে স্বামী কাকে মারধর করেন এমন অভিযোগ তুলেন পরিমনি। সে সময় এক ফেইসবুক পোস্টে অভিনেত্রী জানান, এভাবে তিনি আর রাজের সাথে থাকতে চাইছেন না। বিচ্ছেদের সিদ্ধান্ত না নিলেও সেসময় থেকে আলাদা থাকতে শুরু করেন দুজন। অনেক সমস্যার পরও সংসার টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছিলো। অনুরাগীরাও ভেবেছিলেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা আর হয় নি। গত ১৯ সেপ্টেম্বর রাত ৪ টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ফেইসবুকে স্টাটাস দেন পরিমনি। সেখানে রাজের বিরুদ্ধে অনৈতিক ব্যাবসা, ঢাকা মহানগর প্রজেক্টের বাসাই অপকর্ম হয় এমন অভিযোগ তুলেন। যদিও কিছুক্ষণ পর স্টাটাস টি ফেইসবুক থেকে সরিয়ে নেন তিনি। ১৮ তারিখে ডিভোর্স লেটার পাঠালেও পরিমনি এ ব্যাপারে কিছুই জানান নি। তবে বিচ্ছেদের কারন হিসেবে ডিভোর্স লেটারে চার টি কারন উল্লেখ করেছেন তিনি, মনের অমিল, বনিবনা না হওয়া, খোজ খবর না হওয়া এবং মানুষিক অশান্তির কথা উল্লেখ করে বিবাহ বন্ধন ছিন্ন করতে চেয়েছেন পরিমনি। তবে পরিমনি ও শরিফুল রাজের ডিভোর্সের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে পরিমনির আরো কিছু অপকর্মের প্রতিচ্ছবি। সেখানে দাবি করা হচ্ছে ১ম স্বামী ইসমাইল হোসেন নামে একজনের সাথে পরিমনির বিয়ে হয় ২০১০ সালে সেখানেও দুই বছর পরে ডিভোর্স হয় ২০১২ সালে। ২য় স্বামী ফেরদৌস কবির সৌরভের সাথে তার বিয়ে হয় ২০১২ সালে তার সাথেও ডিভোর্স হয় ঠিক ২ বছর পর ২০১৪ সালে। ৩য় স্বামী তামিম হাসানের সাথে বিয়ে হয় ২০১৭ সালে আর ডিভোর্স হয় দুই বছর পর ২০১৯ এ। ৪র্থ স্বামী কামরুজ্জামান রনির সাথে বিয়ে হয় ২০২০ সালে তবে তার সাথে ডিভোর্স হয়ে সেই বছরেই। আর শরিফুল রাজ ছিলো তার ৫ম স্বামী তার সাথে বিয়ে হয় ২০২২ এ এবং আজ তার ডিভোর্সের বিষয়টা নিশ্চিত হয়া গেছে। এখন নেটিজেনদের প্রশ্ন পরিমনির কাছে যে তার পরবর্তি ৬ষ্ঠ স্বামী কে হতে যাচ্ছে, বা সেটার মেয়াদকাল ই বা কতদিন হতে পারে?