
শেখ হাসিনা পতন না হওয়া পযর্ন্ত আমরা ঘরে ফিরে যাবো না।শফিকুল রহমান খান শফিক
টাঙ্গাইল সদর উপজেলার অধীনস্থ কাকুয়া ইউনিয়নের কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতাল সালাউদ্দিন টুকু পক্ষ থেকে গণসংযোগ,দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন টাংগাইল জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল রহমান খান শফিক,এসময় তিনি বলেন দেশের মানুষ আজ কষ্টের দিন কাটাচ্ছে।নিত্য প্রয়োজনী বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।
দেশের মানুষ এখন তিন বেলা ঠিক মত খেতে পারে না।বাজারে গেলে মানুষ এখন কান্না করে।সরকার রির্জাব চুরির লুটপাটে ব্যস্ত,মিথ্যা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন এবং খালেদা জিয়াকে দীর্ঘদিন যাবত সরকার জেলে আটকে রেখেছে,সে নির্বাচন অংশগ্রহণ না করতে পারে এজন্য মিথ্যা রায় দিয়েছেন।কিন্তুু খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বাংলার মাটিতে কোন নির্বাচন জনগন হতে দিবেনা।তিনি আরো বলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মন্ত্রী,এড.আব্দুল সালাম পিন্টু কে মিথ্যা মামলা দিয়ে ১৬বছর তাকে জেলে আটক রাখা হয়ছে,আমি পিন্টিু সাহেবের মুক্তি চাই।টাঙ্গাইল ৫ সদর আসনে আগামী দিনে বিএনপির ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে এমপি হিসাবে আমরা সদরবাসী দেখতে চাই।এসময় আরো বক্তব্য রাখেন টাংগাইল জেলা মহিলা সাবেক সাধারন সম্পাদক এড়.মমতাজ করিম সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ,বক্তব্য শেষের অসুস্থ বিএনপি চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,খালেদা জিয়ার জন্য টাঙ্গাইল সদর ও দেশবাসী কাছে দোয়া চান,এ সময় আরো বিএনপি,যুবদল,ছাএদল,মহিলা সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,