প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রাকিবের বিরুদ্ধে
সাধারণ মানুষকে টিউবওয়েল দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বপ্ন চূড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রাকিব ভুঁইয়ার বিরুদ্ধে।
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার বাসিন্দা রাকিব ভুইয়া স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সাথে অনেকদিন যাবত জড়িত আছে এবং দিরাই উপজেলার কিছু মেয়েদেরকে খেলাধুলা শিখিয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যানারে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জেলা ও বিভাগে তার নেতৃত্বে সে নিজেই নিয়ে যাচ্ছে খেলায় । খেলার সূত্র ধরে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অনুদান এনে এলাকায় কয়েকজন কে ২০ হাজার ৩০ হাজার টাকার বিনিময়ে কয়েকটি টিউবওয়েল ও দেন,এসব দেখে অনেকেই টিউবওয়েলের জন্য রাকিব ভুইয়াকে মানুষ বিশ্বাস করেন। আর মানুষের এই বিশ্বাস কেই সে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে দিরাই উপজেলার অনেকের কাছ থেকে বিভিন্ন এনজিওর নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এখন আর কারো ফোন রিসিভ করছে না সে,মেসেঞ্জারেও কারো মেসেজ সীন করছে না, কাউকে আবার ব্লক দিচ্ছে নাম্বারে,কাউকে ব্লক দিচ্ছে হোয়াটসঅ্যাপে,কাউকে ব্লক দিচ্ছে মেসেঞ্জারে। খবর নিয়ে জানা যায় অনেকে আবার মধ্যম হয়ে অনেকের কাছথেকে টাকা এনে দিয়েছেন রাকিবের কাছে তারাও পরেছেন অনেকটা বেকায়দায়। না পারছেন কাউকে বলতে,না পারছেন গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে।
মাঝেমধ্যে সে আত্ম হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে যাঁদের মাধ্যমে টাকা নিয়েছেন তাদের হুমকি দেন। এদিকে রাকিব ভুইয়া এখন কোথায় আছে কেউ ই বলতে পারছে না, ভুক্তভোগী কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় তার বিরুদ্ধে সকল গ্রাহক একত্রিত হয়ে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে রাকিব ভুঁইয়ার মুঠোফোনে ফোন দিলে তার তার ব্যবহৃত 01860502993 ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় তা-ই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।