পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার ৩য় দিন
Spread the love

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার ৩য় দিন

 

খুলনার পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার ৩য় দিনে আনন্দ মুখর পরিবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা গ্রহীতাদের মাঝে উচ্ছ্বাস। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”

এই প্রতিপদ্য’কে সামনে রেখে আয়োজিত উন্নয়ন মেলায় পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি পালন করা হবে।

এর ফলে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোর যেসব অংশীজন বা সুবিধাভোগী রয়েছেন, তাদের সঙ্গে মতবিনিময় সহজতর হবে পাশাপাশি কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে।

সার্বিকভাবে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বাড়বে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে।

তিনি মঙ্গলবার সকালে ৩য় দিনের উন্নয়ন মেলায় আগত ইউনিয়ন বাসীর মাঝে নিরলসভাবে সেবা প্রদান মধ্যে দিয়ে এসব কথা বলেন।

পাশাপাশি এসময়ে উপস্থিত থেকে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও সরকারের নানান ধরনের উন্নয়নমুলক কর্মকাণ্ড উপস্থিতিদের মাঝে তুলে ধরেন খুলনা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৬ এর এমপি মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার প্রেম কুমার মন্ডল।

সর্বশেষ খবর

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার ৩য় দিন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031