নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Spread the love

নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

নওগাঁর মান্দায় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। আফিমা সুলতানা মিতুর নামে এক ভুক্তভোগী বিরুদ্ধে তথাকথিত প্রতারক আখ্যা দিয়ে প্রতারণা মিতুর প্রতারণার ফাঁদে ১০ পরিবার কাঁদে এমন সব শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন এ সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী নারী উপজেলার প্রসাদপুর ইউপির ছোট বেলালদহ গ্রামের আকবর আলীর মেয়ে। মঙ্গলবার সকাল ১০টায় মান্দা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফিমা সুলতানা মিতুর বাবা আকবর আলী অভিযোগ করে বলেন, গত ২ জুলাই থেকে ৫ জুলাইয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে ১০-১১ টি বিয়ে করে প্রতারনার মাধ্যমে মোট অংকের টাকা হাতিয়ে বহুতল ভবন গড়েছেন এমন সংবাদ প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। চেয়ারম্যান আব্দুল মতিনের তার ভাতিজাকে ধর্ষন মামলা থেকে বাঁচাতে তিনি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার মেয়েকে প্রতারক প্রমাণ করার চেষ্টা করছেন। উল্লেখ্য আব্দুল মতিন চেয়ারম্যানের ভাতিজা ফজলে রাব্বী বিয়ের প্রলোভন দিয়ে আফিমা সুলতানা মিতুকে ধর্ষণ করেন। কিন্তু পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করায় রাব্বির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মিতু। এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেন। বহু বিবাহের নামে প্রতারণা করে অর্থ আদায়ের মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করার কথা উল্লেখ করেছেন যা আদৌ সত্য নয়। প্রকৃত পক্ষে আমার মেয়ের দুর্ভাগ্যবশত তিনটি বিয়ে হয়েছিল। বিয়ের পর সম্পর্ক বিছিন্ন হলেও তাদের নিকট থেকে কোন মোহরানা আদায় করা বা নেওয়া হয়নি। অথচ বিবাহ বানিজ্যের নামে অর্থ আদায়সহ প্রতারক নারী উল্লেখ করে সংবাদ প্রকাশ করে নিয়েছেন। যারা মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আফিমা সুলতানা মিতু, তার বাবা আকবর আলী, মা মালেকা বেগম ও মামা আব্দুস সালাম। এ ব্যাপারে ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল জানান, বহুবিবাহ নামে অর্থ বানিজ্য ও টাকা আদায় করাসহ সাধারণ মানুষজনকে হয়রানী করায় তার কাজ। মিথ্যা ধর্ষণ মামলায় হেরে যাওয়ার ভয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031