
বাঁশের ভেলা নিয়ে পানি পথে ভক্তকুল ছুটছে খাজাবাবার দরবারে।
বাঁশ দিয়ে তৈরি বাঁশের ভেলা নিয়ে ব্রহ্মপুত্র,যমুনা,পদ্মা, সহ বড় বড় নদীর স্রোত উপেক্ষা করে এভাবেই জিবনের ঝুঁকি নিয়ে পানি পথে ছুটেছে ভক্তকুল আটরশি ফরিদপুর খাজাবাবার দরবারে।
কুড়িগ্রামের ধরলা নদীতে তারা এই ভেলাটি সাজিয়েছেন। আগাম প্রস্তুতি হিসেবে দেশের বিভিন্ন জায়গার ভক্তকুল বাঁশ,কাঠের খড়ি,ছাগল,মোরগসহ, বিভিন্ন সামগ্রী পৌছাচ্ছেন দরবারে।কুড়িগ্রাম সদরের কতিপয় ভক্তকুল মানুষের বাড়ি বাড়ি হতে বাঁশ সংগ্রহ করে সাঁজিয়েছেন এই ভেলা। ভেলাটি আজ রাত ০৩ টা ০১ মিনিটে কুড়িগ্রাম হতে রওনা দিবে ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালী ঘাটের উদ্দেশ্যে। এ ব্যপারে ভক্তকুলের কর্মীপ্রধান-
মোঃ ফারুক হোসেন জানান,৪৫ দিন ধরে মানুষের বাড়ী বাড়ী হতে বাঁশ সংগ্রহ করে জোৎস্নার ঘাটে এনে ১৫ দিন ধরে ভেলাটি তৈরি করা হয়। আজ রাত ০৩ টা ০১ মিনিটে ইনশাআল্লাহ মালিকের কদমে খাজাবাবা ফরিদপুর দরবারের উদ্দেশ্যে রওনা দিব। প্রতি বছরের ন্যায় এ বছরেও যাত্রা শুরু করে ৬/৭ দিন ভেলাটি ভাসিয়ে পৌঁছাতে সক্ষম হবো বলে আশা করছি।
ওরশের সময় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আরো জানান,বছরের ফাল্গুন মাসের ৪-৭ তারিখের মধ্যে ওরশটি অনুষ্ঠিত হয়।