চিতলমারীতে মাদক সেবির হাতে নিহত কৃষক আহত ওসি
চিতলমারী (বাগেরহাট) বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে সুপারি চুরির জের ধরে কৃষক কৃষ্ণপদ হীরাকে পিটিয়ে হত্যার পর গত রবিবার রড দিয়ে পিটিয়ে থানার ওসির মাথা ফাটিয়েছে শাহীন শেখ নামের এক যুবক। এসময় তার রডের আঘাতে এক দারোগার হাত ভেঙে যায়। শাহীন শেখ(২৫) উপজেলার চর বড়বাড়িয়া গ্রামের সুন্দর আলী শেখের ছেলে ৷
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের রশিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরার বাগান থেকে সুপারি চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে শাহীন শেখ।তখন কৃষ্ণ পদ হীরা শাহীন শেখের বাবার কাছে নালিশ করেন।তখন থেকে শাহীন শেখ কৃষ্ণপদ হীরার প্রতি ক্ষুব্ধ ছিল। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) কৃষ্ণপদ হীরা মেয়ের বাড়ির উদ্দেশ্য যাবার পথে এলাকার হাবিব ফকিরের বাড়ির সামনে পৌঁছালে শাহীন শেখ লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এরপর রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষ্ণপদ হীরা(৫৫)।
গ্রামে খোজ নিয়ে জানাযায়, হত্যাকারী শাহীন শেখ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি।
এ ঘটনার পর রবিবার সকাল ১১টার দিকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে শাহীন শেখকে আটক করতে তার বাড়িতে যায়। শাহীন পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে লোহার রড দিয়ে ওসির মাথায় আঘাত করে। এসময় তার রডের পিটুনিতে উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলামের বাম হাত ভেঙে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তের মাথায় আটটি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি এ.এইচ.এম কামরুজ্জামান জানান, আসামী শাহীন শেখকে আটক করা হয়েছে। তার হামলায় আহত দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কৃষ্ণ পদ হীরার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।