ভোলা-চরফ্যাশন মহাসড়কে স্থানীয়দের ধান চাষ
ভোলা-চরফ্যাশন মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় সেখানে ধান চাষ করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানা, দ্বীপ জেলা ভোলার ৭ উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যম এই মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কের খুব খারাপ অবস্থা খুবই খারাপ। এই সড়ক ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুরবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে থাকেন। সড়কটির অবস্থা খারাপ হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গত মার্চ মাসেও বোরাক-বাস সংঘর্ষ হয়ে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
এ ব্যাপারে সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, সময়মতো সড়কের কাজ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।
ভিউ: ৭৬