নওগাঁ মান্দায় সীমানা কফি হাউজের পাঁচ হাজার টাকা জরিমানা।
নওগাঁর মান্দায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে সীমানা কফি হাউজ নামে একটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়েছে।
অপরদিকে মান্দার ফেরিঘাটে অবস্থিত বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা কালীন সময়ে দোকান মালিক ওমর ফারুক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে তার হোটেলের ফ্রিজে রাখা পঁচা-বাসি খাবার ফেলে দিয়ে নষ্ট করা হয়েছে। সেই সাথে কিছু খাবার পার্শ্ববর্তী একটি এতিমখানায় দেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মান্দা থানা পুলিশের এএসআই রাকিবুল ইসলাম ও সঙ্গীও ফোর্স উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, প্রতিদিনই আমরা বিভিন্ন উপজেলার বাজার তদারকি করছি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে মান্দা উপজেলার কুসুম্বা মোড়ে অবস্থিত সীমানা কফি হাউস ও মান্দা ফেরিঘাট বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।