এনায়েতপুরে দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
মোঃ আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ আসেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।এ সময় থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু,সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহ- সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি ডাঃ মজিবুর রহমান, মফিজ উদ্দিন মোল্লা,শওকত আলী, আলহাজ্ব আব্দুল গফুর সরকার, আবু সাইদ মাষ্টার,যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম শামীম হক, আলহাজ উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুল।
এ সময় বক্তারা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সকলকে দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।