এসপি ও অতিরিক্ত জেলাপ্রশাসক কে এমপি শামীম ওসমানের হুশিয়ারী
শাকিব আহমেদের নিষ্পত্তি হওয়া মামলা নিয়ে বিন্দু পরিমানে ঘাটাঘাটি করলে ফলাফল খারাপ হবে।নারায়ণগঞ্জ চৌধুরী রোলিং মিলসের ভাইস চেয়ারম্যান শাকিব আহমেদের সরকারি শেয়ার টেক্স ফাঁকির মামলায় খালাস পাওয়ার বিষয় নিয়ে ঘাটাঘাটি এবং নিরাপদ শাকিব আহমেদ কে হয়রানি না করতে অতিরিক্ত জেলাপ্রশাসক এবং নারায়ণগঞ্জ থেকে বদলি হয়ে যাওয়া এসপি কে হুশিয়ারি করেছে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান।
তিনি বলেছেন যে মামলার রায় দেশের সর্বচ্চ আদালত সুপ্রিমকোর্ট দিয়েছে, সেই মামলায় আদালত কে অমান্য করে অতিরিক্ত ডিসি এবং এসপি আলাদা ভাবে তদন্ত করছে। এটা আদালত কে অমান্য করার সামিল, তিনি আরো বলেন এ ডিসি এবং এসপি মহোদয় কাদের ইন্দ্রানে এইসব করছে তা আমরা জানি সময় থাকতে ভালো হয়ে যান আর না হলে এর ফলাফল খুবই ভয়াবহ এবং খারাপ হবে বলে তিনি হুশিয়ারি করেছে।
ভিউ: ৭২