চট্টগ্রাম চান্দগাঁও ৭ বছরের শিশুকে হাত পা বেধেঁ ধর্ষ*ণের পর হ*ত্যা।
শিশুরা নিরাপদ কোথায়?
শিশু, কিশোর, কিশোরী, তরুণী, মহিলা, বিবাহিত, অবিবাহিত, সন্তানের জননী, বৃদ্ধা কেউই তো নিরাপদ নয়। প্রতিদিন কোথাও না কোথাও চলছে লালসার থাবা।
চট্টগ্রামের চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক সংলগ্ন একটি বাসায় ঢুকে তানহা আক্তার মারিয়া নামের সাত বছরের শিশুকে ধ*র্ষণের পর শ্বাসরোধে হ*ত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে, পিতা মাতা চাকরিতে যাওয়ার পর ঘরে একা ছিল ৭ বছরের এই শিশু কন্যা। সেই সুযোগে ভবঘুরে এক কিশোর হাত-পা বেঁধে ধ*র্ষণ করে এবং হত্যা করে পালিয়ে যায়। শিশুটির ফুফু সেই কিশোর কে দেখে ওকে ধরতে অনেক চেষ্টা করলেও সে পালিয়ে যায়।
ভিউ: ৯৭