হরিনাকুন্ডুতে ধারালো অস্ত্রের আঘাতে পশু চিকিৎসক ডাঃ আহসান কবির সবুজ গুরুতর জখম
গতকাল সন্ধ্যা ৭ টায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর প্রাইমারি স্কুলের কাছে ধারালো অস্ত্রের আঘাতে পশু চিকিৎসক ডাঃ আহসান কবির সবুজকে(৩২) গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ডাঃ সবুজ হরিণাকুন্ডু পৌর এলাকার বাবুপাড়া নিবাসী ডাঃ আলমগীর কবিরের বড় ছেলে। পশু চিকিৎসক সবুজের সাথে যোগাযোগ করে জানা যায়,গতকাল সন্ধ্যার আগে দুর্বৃত্তরা একটি গরুর চিকিৎসা দেওয়ার জন্য হরিশপুরে ডাকে, চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা করে, তখন তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে হরিণাকুণ্ড সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ডাক্তার সবুজ হরিনাকুন্ডু সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার হাতে, মাথা এবং পেটে গুরুতর জখম হয়েছে। এ বিষয় ডাঃ সবুজ সাংবাদিকদের বলেন পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটানো হয়েছে।শড়াতলা গ্রামের প্রবাসী কাশেমের সাথে তার পারিবারিকভাবে দ্বন্দ্ব চলছে। হামলাকারীদের অনেককে তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন। এ ঘটনায় পশু চিকিৎসকের স্ত্রী মুক্তা খাতুন বাদী হয়ে হরিনাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন।
- SFTV Office
- ৪:০৪ অপরাহ্ণ
- সেপ্টেম্বর ১৭, ২০২৩
ভিউ: ১২১
হরিনাকুন্ডুতে ধারালো অস্ত্রের আঘাতে পশু চিকিৎসক ডাঃ আহসান কবির সবুজ গুরুতর জখম
সর্বশেষ খবর
টেকনাফে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১০, ২০২৪
আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন
ডিসেম্বর ১০, ২০২৪
পাইকগাছায় কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১০, ২০২৪