পাইকগাছায় মেধাবী প্রতিবন্ধী রাসেল এর হুইল চেয়ার প্রদান করলেন – চেয়ারম্যান তুহিন
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাত,কে এম আরিফুজ্জামান তুহিন মেধাবী প্রতিবন্ধী ছাত্র রাসেল কে একটি হুইল চেয়ার প্রদান করেছেন।প্রাপ্ত সূত্রে জানা গেছে, রাসেল উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামের সাজ্জাদ মোড়লের ছেলে সে বর্তমানে পাইকগাছা কেন্দীয় আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত। এদিকে অসহায় দরিদ্র পিতার পক্ষে রাসেল এর হুইল চেয়ারটি কিনে কষ্টসাধ্য হয়ে দাড়ায়। ফলে লোকমুখে দক্ষিণ অঞ্চলের প্রতিবন্ধীদের অভিভাবক চেয়ারম্যান তুহিন এর কথা জানতে পেরে তার শরনাপূর্ন হলে তিনি হুইল চেয়ারটি দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
ফলসরুপ,রবিবার দুপুরে উপজেলা জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠান শেষে রাসেলের হুইলটি চেয়ার প্রদান করেছেন চেয়ারম্যান তুহিন।
উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন নিজস্ব অর্থায়নে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি অসহায় প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করে আসছেন।তিনি প্রতিবন্ধীদের কৃত্রিম পা-লাগানো,ঘর করে দেওয়া,লেখা পড়ার সহযোগিতা’সহ নিজ উপজেলার বাহিরে,সাতক্ষীরা,খুলনা, বাগেরহাট’সহ বিভিন্ন এলাকার অসহায় প্রতিবন্ধীদের পাশে থাকেন ও অত্র অঞ্চলের সর্বমহলের মানুষের কাছে প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাতিতে ভূষিত হয়েছেন।
উল্লেখিত বিষয়ে চেয়ারম্যান তুহিন জানান “এসো প্রতিবন্ধীদের হাত ধরি, ওদের নিয়েই সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে আমৃত্যু প্রতিবন্ধীদের জন্য কাজ করে যেতে চায়।