ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ এই থিম নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে দুইদিন ব্যাপী আখতার আহমেদ রাশা’র একক ভাস্কর্য প্রদর্শনী।
নীলফামারীর শিল্পকলা অডিটোরিয়ামে এর আয়োজন করে ‘নীলফামারী সাধারণ গ্রন্থাগার।
রবিবার সকাল ১১টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বিশেষ করে নীলফামারীবাসীর জন্য বিশেষ গুরুত্ববহন করে। শিল্পি রাশা যে দৃষ্টান্ত রেখে গেলেন তা এই এলাকার মানুষদের জন্য বিশেষ বার্তা বহন করবে।
এসময়নীলফামারী সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি মজিবুল হাসান চৌধুরীর শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-সচিব আমিনুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের উপধাক্য মাহবুব উর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলার সম্মিলিত সাংস্কতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, ভাষ্কর্য শিল্পি আখতার আহমেদ রাশা ও তার পত্নী মেরিস্টেলা শ্যামলী আহমেদ বক্তব্য দেন।
প্রদর্শনী দেখতে আসা কয়েকজন বলেন, এমন প্রদর্শনী আমরা আগে কখন নীলফামারীতে দেখিনি। শুধু প্রদর্শনীতে নয়, এই চর্চাটি যদি নীলফামারীর তরুণ-তরুণীদের মাঝে ছড়ানো যায় তাহলে এই শিল্পকর্ম কখন বিলুপ্ত হবে না। শিল্পী আখতার আহমেদ রাশা স্যার নীলফামারীর সন্তান। আমরা মনে করি তার হাত ধরে নীলফামারীর যুব সমাজ এই শিল্পের দিকে ধাবিত হবে।
শিল্পি আখতার আহমেদ রাশা বলেন, আমার জন্মস্থান নীলফামারীতে। এ কারণে প্রদর্শণীর নামকরণ করা হয়েছে ‘আপন ঠিকানায়’। এরআগে ঢাকা ছাড়াও আমেরিকায় একক ভাস্কর্য প্রদর্শিত হয়। তিনি বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকালীন বিদেশি বন্ধু, বাংলার লোক সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য ছাড়াও নীলফামারীর কৃতি সন্তানদের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীটি চলবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর সকাল এগারটা থেকে রাত আটটা পর্যন্ত।