পিরোজপুর কাউখালীতে উন্নয়ন মেলা উদ্বোধন
” সেবা ও উন্নতির দক্ষ রূপকার – উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পিরোজপুর কাউখালী উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী উপজেলা চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
আজ রবিবার ১৭/০৯/২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় উন্নয়ন তোরণ গেটের ফিতা কেটে-করতালির মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, # জনাব স্বজল মোল্লা-উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালী,
# মোঃ বায়েজিদুর রহমান – উপজেলা ভূমি কমিশনার সহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং ফায়ার ডিফেন্স, উপজেলা কর্মকর্তা বৃন্দ ও গ্রাম পুলিশ সহ জনসাধারণের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত মেলায় ৫টি ইউনিয়নের স্টলে উন্নয়নমূলক অবকাঠামো তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাবু লিটন কৃষ্ণ কর সহকারী শিক্ষক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাউখালী।