আলমডাঙ্গায় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদযাপন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। রোববার দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নেে- উদ্ভাবনে স্থানীয় সরকার এই স্লোগানকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার সেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজাহানা নিতু, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার,এছাড়াও
উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান , হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, গাংনী ইউপি চেয়ারমান এমদাদ মুন্সী, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর জোয়ার্দার লোটাস , জেহালা ইউপি চেয়ারম্যান সিলন হোসেন,বেলগাছি ইউপি মাহমুদুল হাসান চঞ্চল ,ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম , জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ,নাগদা ইউপি চেয়ারম্যান খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, চিৎলা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা,আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাহাজ উদ্দিন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপজেলার একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন, উপজেলা পরিষদের সচীব, কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন, সামাজিক বনায়ন কেন্দ্র, সমাজসেবা অফিস, মহিলা অধিদপ্তর, পল্লী উন্নয়ন অফিস, সমবায় অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, শিক্ষা অফিস, প্রকৌশলী অফিস, কৃষি অফিস, প্রাণিসম্পদ অফিস,মৎস অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,যুব উন্নয়ন অফিস নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টল সহ পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড স্টলে স্থান পেয়েছে।