টাংগাইলের সখিপুরে পুকুর থেকে দুই চাচাতো বোনের লাশ উদ্ধার
ফাহাদ ভ্রাম্যমাণ প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া পশ্চিম পাড়া গ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মীম ও ঝুমা নামের দুই মেয়ের একসাথে একই জায়গা থেকে লাশ উদ্ধার ।
সম্পর্কে দুজন চাচাতো বোন। বাবুল মিয়ার মেয়ে- নাম-ঝুমা আর কামরুল মিয়ার মেয়ে নাম-মিম। তারা উভয়ে সমবয়সী। আনুমানিক আট নয় বছর। শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশে খেলতে যায়। পরে আর তাদেরকে খুজে পাওয়া যাচ্ছিল না।
বিকেলে তাদের কোন হদিস মিলেনা। সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয়। অবশেষে রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে দুইটা মেয়ের লাশ উদ্ধার করা হয়। কতব্যরত পুলিশ কমর্কতা জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখবে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ পোসমাডামের জন্য প্রেরণ করা হয়
ভিউ: ১১১