সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে গাজী শাহজাহান জুয়েল,
Spread the love

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে : গাজী শাহজাহান জুয়েল,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,পটিয়ার তিনবারের সাবেক সংসদ সদস্য,ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গাজী শাহজাহান জুয়েল বলেছেন, দেশের মানুষ আজ জালিমের হাতে শোষিত ও নিপীড়নের শিকার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের দিন শুরু ও শেষ হচ্ছে আদালতের বারান্দায়। লক্ষ লক্ষ নেতাকর্মীকে আজকে কারাবন্দি করে রাখা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, আইনের শাসনকে নিজেদের কব্জায় নিয়ে বিএনপিসহ বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলায় সাজা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। কিন্তু জনগণ জেগে উঠেছে, এই সরকারের পতন ঘটানোর জন্য আজ রাজপথে নেমে এসেছে। চলমান একদফা আন্দোলনের বিজয় অনিবার্য, আগামী লংমার্চের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তার জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হয়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।
শনিবার বিকাল ৪টায় তার চাদগাঁও বাসভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খান’ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন” বদরুল খায়ের চৌধুরী” মোজাম্মেল হক, জামাল হোসেন” লায়ন

সর্বশেষ খবর

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে গাজী শাহজাহান জুয়েল,

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031