খতিয়ে দেখা হচ্ছে এপিএস মামুনের দায় ভারও : স্বরাষ্ট্রমন্ত্রী
Spread the love

খতিয়ে দেখা হচ্ছে হচ্ছে এপিএস মামুনের দায় ভারও : স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

পুলিশের এডিসি হারুন অর রশীদ (সাময়িক বরখাস্ত) ও এডিসি সানজিদা আফরিনকে কেন্দ্র করে বারডেম হাসপাতালের ঘটনায় রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যেই হোক না কেন-তাকে শাস্তি পেতেই হবে। ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনোর দুর্বলতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।’

খুব দ্রুত তেজগাঁও থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়ে ফেলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আধুনিক ট্রাকস্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।’ গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন অর রশীদ। আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম। ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদ তাদের থানায় নিয়ে বেদম পিটিয়েছেন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরেও হারুনের সঙ্গে ১০-১৫ জন পুলিশ সদস্য মিলে তাদের পেটান। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী পুলিশের এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুন অর রশীদের বিশেষ সম্পর্ককে ঘিরে ওই ঘটনার অবতার

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031