মান্দায় বারিমাসি কাটিমন আম চাষে নতুন সম্ভাবনা
অসময়ে আম চাষ করে সাফল্য পেয়েছেন মান্দার এক বাগান মালিক। দাম একটু বেশি হলেও অসময়ের এই ফলের চাহিদা রয়েছে বেশ। ভোক্তারাও পাচ্ছেন অন্য মৌসুমে আমের স্বাদ। জেলার অনেক খামারি এখন আগ্রহী হচ্ছেন এই জাতের আম চাষে।
নভেম্বর ডিসেম্বর মাসেও মান্দা উপজেলার গোয়াল মান্দা গ্রামের রেজাউল ইসলামের বাগানে।এই বাগানে ঝুলছে এমন থোকায় থোকায় আম। শুধু পরিপক্ক আমই না এই বাগানে ফুটে রয়েছে মুকুল ও গুটিও। যা থেকে আম পাওয়া যাবে আগামী আরও তিনমাস। অসময়ে আমের চাষ করে সফলতা পেয়েছেন এলাকার আম চাষি রেজাউল ইসলাম ।
তিনি জানান, তার বাগানে বিভিন্ন জাতের আম গাছ আছে তার মধ্যে কাটিমন জাতের আম আছে বছরে দুই থেকে তিন আম পাওয়া অসময়ে আম পাওয়াই দাম একটু বেশি লাভও বেশি।
আরো চাষী জানান কাটিমন আম বছরে তিন বার আম ধরে যদি বাগান করলে লাভবান হওয়া যাবে। আমের জন্য নওগাঁ বিখ্যাত তাই এই আম চাষের মাধ্যমে বিশ্বে নওগাঁ জেলা কে বিশ্বের দরবারে পরিচিত করে দিবে বলে মনে করেন সচেতন মহল।