
আলমডাঙ্গায় বিশেষ অভিযানে ১টি পাখি ভ্যান ও ৩৪ কাঁদি কলা উদ্ধার গ্রেফতার ১ জন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মোঃ মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ জরুরী মোবাইল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ প্রাপ্তির ভিত্তিতে
শনিবার ১৬ তারিখ ৯:৫ টার সময় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ আসাদ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে
হরিণাকুন্ডু, তৈলটুপি মাঠপাড়া গ্রামের -মোঃ বসরত মন্ডলের ছেলে মোঃ টিটু মন্ডল (৩৭), কেসহ একটি পাখি ভ্যানটির মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা ও ৩৪ কাঁদি ছোট, বড় কাচা সবরি কলা, যাহার সর্বমোট মূল্য অনুমান ৫,৭০০ টাকা সহ গ্রেফতার করেছে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
ভিউ: ১৩৪