আলমডাঙ্গায় বিশেষ অভিযানে ১টি পাখি ভ্যান ও ৩৪ কাঁদি কলা উদ্ধার গ্রেফতার ১ জন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মোঃ মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ জরুরী মোবাইল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ প্রাপ্তির ভিত্তিতে
শনিবার ১৬ তারিখ ৯:৫ টার সময় চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ আসাদ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে
হরিণাকুন্ডু, তৈলটুপি মাঠপাড়া গ্রামের -মোঃ বসরত মন্ডলের ছেলে মোঃ টিটু মন্ডল (৩৭), কেসহ একটি পাখি ভ্যানটির মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা ও ৩৪ কাঁদি ছোট, বড় কাচা সবরি কলা, যাহার সর্বমোট মূল্য অনুমান ৫,৭০০ টাকা সহ গ্রেফতার করেছে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!
ভিউ: ৯০