চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬/০৯/২০২৩ ইং শনিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সোলাইমান হক জোয়ার্দার ছেলুনের পক্ষে এ আলোচনা সভা ভোদুয়া গ্রামের জামজামী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আকবর কয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ দিদার আলী মালিথা, তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলার উন্নয়নের কান্ডারী গণমানুষের সুখ দুঃখের বন্ধু প্রিয় নেতা সোলাইমান হক জোয়ার্দার ছেলুনকে আবারও এমপি হিসেবে দেখতে চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জয়নাল আবেদীন বাবলু চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইজাল উদ্দিন, যুবলীগের জামজামি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রতন শাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মৃধা, আওয়ামী নেতা শাহিন, সোহরাব আলী, মোকাদ্দেস আলী, সহ ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।