বিএনপি ভোটে বিজয়ী হলে প্রধানমন্ত্রী বানাবে কাকে? ওদেরতো কোন নেতা নেই।
Spread the love

বিএনপি ভোটে বিজয়ী হলে প্রধানমন্ত্রী বানাবে কাকে? ওদেরতো কোন নেতা নেই।

 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড আকম মোজাম্মেল হক এমপি বলেছেন জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করে, তারা কাকে প্রধানমন্ত্রী বানাবে? ওদেরতো কোন নেতা নেই। কারন ওদের নেতা একজন খালেদা জিয়া। আর একজন তারেক জিয়া। তারা দুজনেই সাজাপ্রাপ্ত আসামী । সাজাপ্রাপ্ত আসামীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

 

বিএনপি তো নির্বাচনে জিততে পারবে না। তাই বিদেশীদের সহযোগীতায় ক্ষমতায় আসতে চেয়েছিল। বিএনপি ও জামাতের চিন্তা, ওরা তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় বসাতে চায়। এসব মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। তিনি শুক্রবার রাত ১০টায় গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের সাথে তাৎক্ষনিক এক মতবিনিময় সভায় এব কথা বলেন।
এছাড়া তিনি বলেন জি-২০ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী ভারত গিয়ে ছিলেন, সেখানে প্রধান মন্ত্রীকে বিশ্বের শক্তিধর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীগন, তাকে যে সম্মান দেখিয়েছে তা দেশবাসী জানেন এবং দেখেছে। বিদেশীরা তার কাছে জানতে চেয়েছেন মহামারি কোভিড-১৯ এর সময় যেখানে সারা বিশ্ব থমকে গিয়েছিল, সেই কোভিড-১৯কে মোকাবেলা করে কি ভাবে বাংলাদেশের এত দ্রুত উন্নয়ন করা সম্ভব হলো। বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রীগন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেছেন এবং উন্নয়নের রোল মডেল আখ্যায়িত করেছেন ।
তিনি উল্লেখ করেন উপজেলার রাস্তাঘাট, কালভার্ট , স্কুল কলেজে, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যে সকল উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে ওই সব কাজ দ্রুত শেষ করা হবে। নির্বাচনের আর মাত্র একশত দিনের মত রয়েছে । এখন থেকেই দলীয় কার্যক্রম শক্তিশালী করতে হবে। গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটির নেতাদের নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন মন্ত্রী ।
উপজলার জামালপুর চার রাস্তায় মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নিজস্ব ভবনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে যুগ্ন সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেনের সঞ্চালনায় কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহাবায়ক সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728