কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
কুড়িগ্রাম থেকে মো: জাহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনঃ
নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন গ্রাম্য প্রতিযোগিতামূলক উৎসবগুলোর মধ্যে নৌকা বাইচ বেশ জনপ্রিয় । নৌকা বাইচকে উপলক্ষ করে ভিড় করে হাজার হাজার মানুষ। বছরের শ্রাবণ ও ভাদ্র মাসের দিকে এই উৎসবের আয়োজন করা হয়। সাধারণত ৪-১০টি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে ।
নৌকাগুলো দেখতে লম্বা (৬০-১০০ হাত) এবং চওড়ায় ৩-৪ হাত। সম্মুখ এবং পশ্চাতে সরু। ৪০-৬০ জন মাঝি দাঁড় বাওয়ার জন্য অংশগ্রহণ করে থাকে। মাঝিদের এক সাথে দাঁড় বাওয়ার জন্য একজন তালে তালে ঘণ্টা বাজান,যিনি এই ঘন্টা বাঁজান তাকে চড়নদার বলা হয় । চড়নদারের বাঁজানো ঘণ্টার তালে তালে মাঝিরা যখন এক সাথে ঝুপ ঝুপ শব্দে বৈঠা ফেলে নদীর বুক চিরে নৌকা নিয়ে এগিয়ে যায়, তখন অসাধারণ দৃশ্য চোখে পড়ে । নৌকাবাইচে সময় মাল্লারা সমবেত কণ্ঠে সারিগান গেয়ে মাঝিদের উৎসাহ ও শক্তি যোগায়। তবে বর্তমান নানা প্রতিকূলতার কারণে প্রতিযোগিতামূলক এই জনপ্রিয় নৌকা বাইচ বিলুপ্তির পথে।
তবুও এই নৌকা বাইচে মিশে আছে বাঙালি জাতির আবেগ, অনূভুতি ও ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি।