আলমডাঙ্গায় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় ও সদস সার্কেল আনিসুজ্জামান, লালনের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথের নেতৃত্বে ও থানার (তদন্ত) মোঃ একরামুল হোসাইন, এসআই মোঃ আমিনুল হক, এএসআই মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৬টি মোটরসাইকেল সহ দুইজন আসামিকে গ্রেফতার করে।
আসামী হল কুষ্টিয়া ঝাউদিয়া ব্রিজমোড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সোহেল রানা (২০),ও হরিনাকুন্ডু,উপজেলাধীন তৈলটুপি এলাকার মোঃ তাইজাল মন্ডলের ছেলে মোঃ রতন আলী (২০),কে গত ১৪-০৯-২৩ তারিখ রাত্র ১১টার সময়
আলমডাঙ্গা উপজেলা জামজামি যাত্রী ছাউনির সামনে থেকে একটি ডিসকভারি নীল কালারের ১২৫ সিসি ও ১টি লাল কালো রংয়ের ১১০ সিসি টিভিএস মোটরসাইকেলসহ হাতে নাতে আটক করা হয়।এছাড়াও আসামিদের দেওয়া তথ্য মতে কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া কাশিনাথপুর গ্রামের সুজনের চায়ের দোকানের
সামনে হইতে ১টি ১১০ সিসি সবুজ রংয়ের টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল, একটি লাল কাল রংয়ের ডিসকভারি ১২৫ সিসি, একটি লাল খয়েরী ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল ১৫-০৯-২৩ তারিখ বেলা ১২টার সময় উদ্ধার করা হয়। এছাড়াও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুনরায় উপরোক্ত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পেয়ারাতলা এলাকা থেকে মোঃ আনিছুজ্জামান লালনের বাড়ী সিড়ির বাম পার্শ্বে গ্যারেজ থেকে ১টি খয়েরী রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মত বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে