সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম
মরিতে চাহিনা আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবীতে কেনা বেশিদিন বেঁচে থাকতে চায়। কিন্তু রোগ মানুষকে বেশি দিন বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে দেয় না।
তেমনি নওগাঁর মান্দায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মৃত- ময়েন উদ্দিন শেখের ৩য় পুত্র গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মানিকুল ইসলাম (৪৪) এর জীবন থেকে পৃথিবীর আলো নিভে যেতে বসেছে। তার স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।
অসুস্থ্য মানিকুল ইসলাম গত ২০০৭ সালে ১৭ মার্চ দুরারোগ্য কিডনি রোগ প্রথম অবস্থায় অল্প পরিসরে দেখা দিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন মোটরসাইকেল দূর্ঘটনার পর থেকে তার এই কিডনি রোগ গুরুতর আকার ধারন করে এবং বিষয়টি চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন তার ২টি কিডনিই ড্যামেজ হয়ে পড়েছে। বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ শামীনা শারমীন এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং সপ্তাহে ৩টি ডায়াল আইসিস এর মাধ্যে তাকে বেঁচে থাকতে হচ্ছে। এতে করে প্রতি মাসে তার সব মিলিয়ে চিকিৎসার খরচ পড়ে যায় পঞ্চান্ন হাজার টাকা।
তার এ চিকিৎসা জন্য শুধু ঢাকা, রাজশাহী নয় চার চার বার দেশের বাহিরে অর্থাৎ ভারতে যেতে হয়েছে।
তার ভাতিজী একটি কিডনি ডোনেট করতে আগ্রহী হলেও কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। যা এই অসহায় ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব না। এমনিতেই এতদিনে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সহায় সম্পত্তি বিক্রি করে তারা নিঃস্ব হয়ে পড়েন। তাই ঠিকমত ঔষধ ও কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা নিতে না পারায় দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
অসুস্থ মানিকুল ইসলাম বলেন, স্ত্রী সন্তান নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম কিন্তু সে সুখ আর আমাদের মাঝে সইলো না। আমিও সমাজের আট দশটা মানুষের মত বাঁচতে চাই। আমি এই পৃথিবীতে বেঁচে না থাকলে স্ত্রী- সন্তানদের কি হবে, তাঁরা কোথায় দাঁড়াবে তাদের কে দেখবে। আমি এই শ্রষ্টার সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই।
এ জন্য মানবিক কারণে চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা চেয়ে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, প্রবাসী, দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
জনতা ব্যাংক লিঃ, মান্দা শাখা, নওগাঁ।
সঞ্চয়ী হিসাব নাম্বর- ০১০০২৪৬১৮৯০৬৯
এবং বিকাশ, নগদ একাউন্ট ও প্রয়োজনে- ০১৭৭৪৭৭৫৫৩৩
রকেটঃ ০১৭৭৪৭৭৫৫৩৩০