অসহায় বৃদ্দার পাশে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ বিপদের মানুষের দাঁড়ানোর প্রবল সদিচ্ছা থাকলে এভাবে বুঝি নিঃস্বার্থ হওয়া যায়।
রুবেল ত্রিপুরা খাগড়াছড়ি প্রতিনিধি:
এভাবেই প্রমাণ করা যায় ঐকান্তিক প্রচেষ্টায় বদলে দিতে পারে আরেক জন অসহায় মানুষের অবস্থা।খাগড়াছড়ি সদর ১নং ইউনিয়ন ১নং ওয়ার্ডে দল্যা তলী গ্রামের দুস্থ অসহায় ৭৩ বছরের,ছেলে দয়ানিধি এিপুরা বলেন, আমার মাকে একটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ।
বৃদ্দা আহারে অনাহারে জীবন-যাপন করেছিলেন,,,,,,,, খবর পেয়ে সামাজিক সংগঠন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এগিয়ে আসে,
সুবিধাভোগী ছেলে বলেন, মাথা গোজার কোন ঠাই ছিল না আমাদের, বাড়ি পেয়ে আবেগ আপ্লত হয়ে জানান বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের জন্য আশীর্বাদ করবো আমার মতন অসহায় মানুষের পাশে আরো যেন দাঁড়াতে পারে। উপস্থিতদের মধ্যে বলেন,সমাজ সেবক রামেন্দ্র লাল ত্রিপুরা, অভাব অনটন সবারই কম-বেশি থাকবে, এর মাঝেই নিঃস্বার্থভাবে সমাজ ও পরিবারের অসহায়দের পাশে দাঁড়ানোর প্রতিটি মানুষের দায়িত্ব।বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের সাংগঠনিক সম্পাদক সাগর এিপুরা বলেন,মানুষ সৃষ্টির সেরা জীব, গরিব দুস্হসহ সমাজের আশ্রয়হীন অসহায় মানুষকে সাহায্য ও সহযোগিতা করা সমাজের দায়িত্ব।