তিন লক্ষাধিক টাকার স্বর্নালংকার উদ্ধার করে দিল পুলিশ
Spread the love

তিন লক্ষাধিক টাকার স্বর্নালংকার উদ্ধার করে দিল পুলিশ

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এক দম্পতির হারিয়ে যাওয়া স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে দিল পুলিশ।

পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা মোহসিনা আক্তার নলছিটি উপজেলার শিমুলতলা থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে একটি গোলাপি রংয়ের স্কুল ব্যাগে থাকা ২টি স্বর্নের বালা,৬টি স্বর্নের আংটি,১টি স্বর্নের নথ,১টি রুপার চেইন ও নগদ ৬হাজার ২শত টাকা হারিয়ে ফেলেন। পরে তারা বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করেন। নলছিটি থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম ও এএসআই কাওসার হোসেন সিদ্দিকী দপদপিয়ার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে এ স্বর্নালংকার ও নগদ ৬ হাজার ২শত টাকা উদ্ধার করে।

মোহসিনা আক্তার জানান, অটোতে চড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত ব্যাগে রাখা মালামালসহ ব্যাগটি হয়তো সড়কের পাশে পড়ে গিয়েছিল। অনেক টাকার মালামাল হারিয়ে আমরা দিশেহারা হয়ে পরি। তাৎক্ষনিক আমার জামাই নলছিটি থানা পুলিশকে খবর দিলে তারা শিমুলতলা বাজারের বিভিন্ন লোককে জিজ্ঞেস করার পর জানতে পারে জনৈক আনসার কমান্ডার আনোয়ার হোসেন একটি ব্যাগ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন। পরে তার বাড়িতে গেলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে সে স্বীকার করে এবং আমাদের ব্যাগসহ মালামাল পুলিশের কাছে ফেরত দেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, আমাদের পাশের জেলার এক ভদ্রমহিলার ব্যাগসহ মূল্যবান মালামাল ও টাকা হারিয়ে গিয়েছিল নলছিটি থানা পুলিশ তা উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728