একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ১৯ জন বিসিআইসি সার ডিলারের একের অধিক ডিলারশীপ অনুমোদন পাওয়া বে-আইনী মর্মে জানিয়ে জেলা প্রশাসক ও জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএডিসি বীজ সার ডিলার অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি । দেয় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাজমুল হামিদ স্মারকলিপিটি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে জেলা প্রশাসকের নজরে দেয়ার আশ্বাস প্রদান করেন। জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে লিখিতভাবে বলা হয়েছে; চুয়াডাঙ্গা জেলায় চারটি উপজেলায় ১৯জন বিসিআইসি সার ডিলার একের অধিক সার ডিলারের বরাদ্দ অনুমোদন নিয়েছেন। যা ২০০৯ সালের সার ডিলারবিএডিসি বীজ ও সার ডিলার ও
সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার পরিপন্থি। যা বাংলাদেশের অন্য কোনো জেলায় প্রচলিত নেই। ওই স্মারকলিপির সংযুক্তিতে ২টি বরাদ্দপ্রাপ্ত – বিসিআইসি সার ডিলারদের নামের তালিকা ও এ সংক্রান্ত নীতিমালা দেয়া হয়েছে। স্মারকলিপিতে কাগজপত্র বিবেচনায় নিয়ে একের অধিক অনুমোদিত ডিলারশীপ বাতিল করার অনুরোধ জানিয়েছে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, সদস্য শাহিন বিশ্বাস, শরিফুল ইসলাম, হাজি ছোটন বিশ্বাস, আশরাফুল মিয়া মকলেচুর রহমান, সাইফুল ইসলাম জহির উদ্দীন প্রমুখ।