একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
Spread the love

একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

 

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

 

চুয়াডাঙ্গায় ১৯ জন বিসিআইসি সার ডিলারের একের অধিক ডিলারশীপ অনুমোদন পাওয়া বে-আইনী মর্মে জানিয়ে জেলা প্রশাসক ও জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএডিসি বীজ সার ডিলার অ্যাসোসিয়েশন।

গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি । দেয় জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাজমুল হামিদ স্মারকলিপিটি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যাপারে জেলা প্রশাসকের নজরে দেয়ার আশ্বাস প্রদান করেন। জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে লিখিতভাবে বলা হয়েছে; চুয়াডাঙ্গা জেলায় চারটি উপজেলায় ১৯জন বিসিআইসি সার ডিলার একের অধিক সার ডিলারের বরাদ্দ অনুমোদন নিয়েছেন। যা ২০০৯ সালের সার ডিলারবিএডিসি বীজ ও সার ডিলার ও
সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার পরিপন্থি। যা বাংলাদেশের অন্য কোনো জেলায় প্রচলিত নেই। ওই স্মারকলিপির সংযুক্তিতে ২টি বরাদ্দপ্রাপ্ত – বিসিআইসি সার ডিলারদের নামের তালিকা ও এ সংক্রান্ত নীতিমালা দেয়া হয়েছে। স্মারকলিপিতে কাগজপত্র বিবেচনায় নিয়ে একের অধিক অনুমোদিত ডিলারশীপ বাতিল করার অনুরোধ জানিয়েছে জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সহ-সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, সদস্য শাহিন বিশ্বাস, শরিফুল ইসলাম, হাজি ছোটন বিশ্বাস, আশরাফুল মিয়া মকলেচুর রহমান, সাইফুল ইসলাম জহির উদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর

একের অধিক ডিলারশীপ বাতিলের আবেদন জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031