চট্টগ্রাম মহানগরে চলছে সমবায় সমিতির নামে প্রতারণা!
Spread the love

চট্টগ্রাম মহানগরে চলছে সমবায় সমিতির নামে প্রতারণা!

 

 

জমজমাট সমবয় সমিতির নামে বই বানিয়ে বিভিন্ন ধরনের লাভ দেখিয়ে প্রতারণা কৌশল হিসেবে ব্যবহার করেন। সমবায় সমিতির রেজিস্ট্রেশন নাম্বার যার মধ্যে আমরা পেলাম নীলাচল কর্মজীবী সমবায় সমিতি দেখা যা এই সমিতি রেজি নং ১৩৭৯৭ /স্থাপিত ২০২১ ইংরেজি।এই সমিতির মোবাইল নম্বর ব্যাবহার করে ০১৪১১৩৯২২৪০/ ০১৮১৮৪৩৬০৬৩ সমিতির ঠিকানা দেখায় অক্সিজেন / মুরাদপুর / আতুরার ডিপু/ হামজারবাগ / বহদ্দারহাট একটা সমতির বইয়ে পাঁচটা ঠিকানা ব্যবহার করে এদেরকে ধরার মতো কেউই নাই। খবর নিয়ে জানা যাই যে এদের কোন অফিস নাই তারা বই দেখিয়ে মানুষের কষ্টের জমানো টাকা সঞ্চয় করার জন্য ভালো লাভের লোভ দেখিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। আরও জানা যায় যে বর্তমানে তারা দুই ভাইয়ের মধ্যে এক ভাই আতুরার ডিপু এলাকায় বসবাস করে। আরেক ভাই ফ্রিপোট এলাকায় বসবাস করে। মানুষের কষ্টের জমানো টাকা নিয়ে তারা এক একজন এক দিকে আছে মোবাইলে ফোন করলে মানুষ কে বিভিন্ন ধরনের হুমকি দেয় আরো বলে এটা সমিতির নম্বর নয়। তাহলে এর মধ্যে যে নম্বরগুলি আছে এগুলি কাদের নম্বর এগুলি বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930