আলমডাঙ্গায় বিশেষ অভিযানে
৩ চুর চক্র সদস্যকে আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই সন্দীপ সাহা ফোর্সসহ জরুরী মোবাইল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ প্রাপ্তির ভিত্তিতে
বুধবার রাতে আলমডাঙ্গা পৌরসভা ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামস্থ নতুন বাস টার্মিনালের সামনে পাকা রাস্তার উপর হইতে
৩ জন আসামিকে গ্রেফতার করে
আসামী ক) মোঃ রবিন আলী (২২), পিতা- ইয়াকুব আলী, সাং- কয়া, থানা- কুমারখালী, খ) মোঃ রিন্টু শেখ (১৯), পিতা- মোঃ আজাদ শেখ, গ) মোঃ শিহাব (১৯), পিতা- আব্দুল গনি, উভয় সাং- পোড়াদহ (নিচপাড়া), থানা- মিরপুর, সর্ব জেলা- কুষ্টিয়াদেরকে চোরাই সরু লোহার তৈরী দরজা আকৃতির গ্রীল, যাহা পুরাতন ও মরিচাযুক্ত, যাহার ওজন ৪৭ কেজি, যাহার মূল্য অনুমান ৩,২৯০/- টাকা মালামাল সহ হাতে নাতে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।