গাছ লাগান পরিবেশ বাচান, এই স্লোগান নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে মাস ব্যপি জাতীয় বৃক্ষ রোপন মেলা ২০২৩।
এই মেলায় আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারী সহ রয়েছে দেশের নামীদামী ছোট বড় অসংখ্য নার্সারী। এক-একটি নার্সারীতে এক-এক রকমের গাছ, যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মেলায় দর্শনার্থীদের কিনে নিয়ে যাচ্ছে হরেক রকমের গাছের চারা।
এই মেলায় আছে দেশের বিদেশের নানান ধরনের ফলজ,বনজ এবং ঔষুধী গাছ, এছাড়াও রয়েছে আম, জাম, লিচু আমরা, কমলা, মালটা, বাতাবি লেবু, আঙ্গুর, ফলের গাছ সহ নাম না জানা অসংখ্য নামীদামী গাছ রয়েছে হরেক রকমের নাম না জানা অসংখ্য নামীদামী ফুলের গাছ। তাই এসব গাছ কিনতে মেলায় আসছে জেলার বিভিন্ন স্হান থেকে বৃক্ষ প্রেমিরা। কয়েকজন বৃক্ষ প্রেমি জানান আমরা অনেক দুর থেকে এই মেলায় কিছু গাছ কেনার জন্য গাছ পছন্দ হলে কিন্তু দাম একটু বেশি তাই আমরা পছন্দ মতো গাছ কিনতে পারছি না।
তবে মেলায় আসা নার্সারী মালিকেরা বলেন এবছর আমরা মেলায় গাছের দাম ভালো পাচ্ছি না ক্রেতারা গাছের দাম কম বলতেছে , তারা আরো বলেন প্রচন্ড তাপদাহ এর কারনে ও মেলায় দর্শনার্থী না আসার কারনে ও আমরা আমাদের গাছ গুলো বিক্রি করতে পারছি না।
এছাড়াও এবারের মেলায় বসেছে হরেক রকমের খেলার জিনিসের দোকান বসেছে কাপড়, হস্তশিল্প, ফুচকা অসংখ্য দোকান পাঠ।