আলমডাঙ্গার জামায়াতের নায়েবে আমির সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামায়াতের নায়েবে আমির সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে
তার নিজ এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলল সেলিম রেজা। তিনি আলমডাঙ্গা উপজেলার জামায়াতের নায়েবে আমির। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ এলাকা হাটবোয়ালিয়া থেকে সেলিমকে গ্রেপ্তার করে। এ বিষয় নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
ভিউ: ১৪২