হিজলা উপজেলায় নদী ভাঙ্গন বাঁদ একনেক সভায় অনুমোদন হওয়ায় হিজলার সর্বস্থরের জনগন আনন্দ মিছিল করেন
হিজলা উপজেলার, পুরাতন হিজলা, বাউশিয়া নদী ও হরিনাথপুর নদী ভাঙ্গন রক্ষায় বাঁদ নির্মাণে ৬ শত ২৫ কোটি টাকা একনেক সভায় অনুমোদন হওয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল ৪ আসনের এমপি, হিজলা ও মেহেন্দীগঞ্জের অভিভাবক জননেতা পংকজ দেবনাথ এমপি মহোদয়কে শুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি বের করেন হিজলা উপজেলার সর্ব স্থরের জনগন
আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন, বড়জালিয়া ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি মোঃঈসমাইল হোসেন রাড়ী, হিজলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম (রিপন) খান, উপজেলা মহিলা লীগের সভাপতি জনাবা মোসাঃ- নাজমা বেগম, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃসুলাইমান হোসেন শান্ত, ছাত্রগীলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক কাজী লিয়াকত, বড়জালিয়া ইউনিয়নের সেচ্ছাসবক লীগের সভাপতি জামাল তপাদার, এবং কাজী হানিফ সহ আরও অনেক নেত্রীবৃন্দ ৷