সীতাকুন্ডে প্রতিবন্ধী নারী কে ধর্ষণ মামলার আসামী রবিউল র্যাবের হাতে গ্রেফতার
লালমনিরহাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলার আসামি মো. রবিউল ইসলাম(৩০) কে র্যাব -৭চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে।
গত১১সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে রবিউল কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ বালাপাড়ার মো. আব্দুল সালাম মিনুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দুইমাস ধরে ভিকটিমের ঋতুস্রাব না হওয়ায় তার পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ভিকটিম স্বীকার করে গত ২২ মার্চ বিকেলে চকলেটের লোভ দেখিয়ে রবিউল তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে নিষেধ করে। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে আরও চার পাঁচবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলার আসামি রবিউল চট্টগ্রামে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ।