আলমডাঙ্গা উপজেলার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার জামজামী ইউনিয়নের মধুপুর গ্রামের মাঠে রাস্তার পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও মধুপুর গ্রামের ( ৫ নং ওয়ার্ডের) মেম্বর মোঃ আবু মুসা প্রায় ৪ একর জায়গার উপর পুকুর লিজ নিয়ে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিল। এবার পুকুরে রুই, কাতলা, মৃগেল, বুশ, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছিল। মাছের খাবার যোগাতে দেনা বাকি ও ঋিন করে মাছ বড় করে আসছে। এতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে বলে ধারনা করা হয়েছে। পুকুর মালিক আবু মুসা আরও জানান কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
গত সোমবার ১১ ই সেপ্টেম্বর দিবাগত রাতে কে বা কাঁহারা আমার পুকুরের মধ্যে গ্যাস ট্যাবলেট (বিষ) ফেলে যায়। যার ফলে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন।
প্রথমে মনে করা হয় গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরের পাড়ে বিষাক্ত পাউডার পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসি জানায় আবু মুসা রাত ও দিনের বেশির ভাগ সময় পুকুরের পাড়ে মাছের পরিচর্যা কাজের সময় দিতেন। এরই ফাকে দুর্বৃত্তরা শত্রুতা করে বড় ক্ষতির মধ্যে ফেলেছে।