আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামে রাতের আঁধারে কৃষকের ৩ হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ১১ ই সেপ্টেম্বর (সোমবার) দিবারগত রাতে উপজেলার জামজামী ইউনিয়নের ঘোষবিলা গ্রামের ছুরাপ আলীর ছেলে কৃষক পানু আলীর ২০ বিঘা জলকার পুকুরের জমি লিজ নিয়ে কলাক্ষেত চাষ করে উপযুক্ত করে তোলে। কিছু দিনের মধ্যেই কলার কাধি আসার আগেই, দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে দিয়েছে কলাগাছের বাগান।
কৃষক পানু আলী অভিযোগ করে বলেন, ঘোষবিলা গ্রামের খবির উদ্দিনসহ তার দুই ছেলের সাথে কিছু দিন আগে কথা কাটাকাটি হয়। এনিয়ে বিরোধ চলে আসছিলো এই বিরোধের জের ধরেই কলাগাছ কেটে দেওয়া হয়েছে।
জানা গেছে, জামজামী ইউনিয়নের ঘোষবিলা গ্রামের ছুরাপ আলীর ছেলে পানু আলী মধুপুর মাঠে জিকে ক্যানালের পাশে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। পুকুরপাড়ের চারপাশে ৪ হাজার কলাগাছ লাগান। এর মধ্যে ৩ হাজার কলাগাছ গত ১১ ই সেপ্টেম্বর সোমবার রাতে কেটে দেয় ঘোষবিলা গ্রামের খবির উদ্দিন ও ছেলে সাহেব এবং রবিউল। তিন জন মিলে তার আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন। এব্যাপারে মঙ্গলবার আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্হ কৃষক পানু আলী।