নীলফামারীতে বিষ পান করে কিশোরীর আত্মহত্যা
নীলফামারীতে বিষ পান করে আত্মহত্যা করেছে নবম শ্রেণির এক শিক্ষার্থী।
সোমবার গভীররাতে তার নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেন নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার
মৃত আঁখি আক্তার নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম হরিহড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায় আঁখি আক্তার পাশ্ববর্তী উপজেলার ভাদুর দর্গা কালি গঞ্জ বাজার এলাকার স্বপন নামে এক যুবকের সাথে দীর্ঘ দিন ধরে সম্পর্ক চলছিল।
কিন্তু হঠাঁৎ করে ৩ দিন আগে অন্যত্র এক মেয়ের সাথে স্বপন এর বিয়ে ঠিক হয়েছে এমন খবর পাওয়ার পর মোবাইল ফোনে কথা বলার এক পর্যায় তাদের মনমালিন্য হলে , বাড়িতে রাখা সবজি ক্ষেতে দেয়া কীটনাশক বিষ বাড়ির সবার অজান্তে পান করে নেয় আঁখি আক্তার।
পরে বাড়িতে কীটনাশক এর দূগন্ধ ছরালে বাড়ির লোক জন বিষয় টি টের পেলে তাকে উদ্ধার করে বোড়াগাড়ি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরিবারের লোক জন জানায় তাদের মেয়েকে পরিকল্পিত ভাবে মানসিক চাপ দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে । আর এটা আত্মহত্যা না এটি একটি হত্যা কান্ড।
বিষয় টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে । এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।