ঠাকুরগাঁও রাণীশংকৈলা ২ চোরাকারবাড়ি আটক
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থানা পুলিশ কর্তৃক ডিউটি চলাকালীন বিশেষ অভিযান পরিচালনা করে হাফিজ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ |
১০ সেপ্টেম্বর ( সোমবার) রাতে রানীশংকৈল থানার পৌরসভার ১ নং ওয়ার্ডের শ্মশানপাড়া এলাকায় আটক করা হয় | হাফিজ(৪৫) মৃত আব্দুর রশিদের ছেলে |
অপরদিকে কুখ্যাত বাইক চোর রাজ্জাককে ওই রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে এস,টি নং -১০৪৩/১৮ এরওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয় |
২ জন চোরাকারবীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম জানান- গ্রেফতার হওয়া আসামির ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে |
ভিউ: ৭৭