আলমডাঙ্গায় মাদক সম্রাট রুহুল আবারও গাঁজাসহ গ্রেফতার।
জামজামী সংলগ্ন ইবি থানাধীন নৃসিংহপুর গ্রামের মাদকের সম্রাট খ্যাত হাফ ডর্জন খানের মাদক মামলার আসামী রুহুলকে গাজা সহ আবারও গ্রেফতার করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামী ক্যাম্প পুলিশ ।
রোববার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় জামজামীর হুগলাদাড়ি গ্রাম থেকে ২ পেকেট গাঁজাসহ রুহুলকে গ্রেফতার করে পুলিশ। গাঁজা সম্রাট রুহুল জামজামী বাজার সংলগ্ন ইবি থনাধীন নৃসিংহপুর গ্রামের সোহরাব কালার ছেলে। তার বিরুদ্ধে হাফ ডজন মাদক মামলা চলমান বলে জানান জামজামী ফাঁড়ির ইনচার্জ এস আই শরিয়ত উল্লাহ। মাদকের সম্রাট বলে খ্যাত রুহুল আমিন ইবি, হরিনাকুন্ড ও আলমডাঙ্গা থানা এলাকার মাদকের ডিলার হিসেবে মাদকদ্রব্যসহ বহু বার পুলিশ গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠান। আদালত তাকে মাদক মামলা সাজাও দিয়েছিলেন বেশ কয়েক বার । জামিনে মুক্ত হয়ে এসে আবারও আগের নিয়মেই মাদকদ্রব্য বেচাকেনা শুরু করে। গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জামজামী বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিয়ত উল্লাহ অভিযান চালিয়ে ২ পেকেট গাঁজা সহ হাতে নাতে আটক করেছে
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।